ইতিহাসে ঠাঁই না পাওয়া এক শহীদ বলছি,
তোমরাই আজ ধারক বাহক সভ্যতার,
তবুও কেন মায়ের চোখ, জলে ছল ছল!
স্বাধীনতা আনন্দ ছাপিয়ে যন্ত্র‌নার ভীড়!
বাইরে থে‌কে বোঝার উপায় নেই...


আমাদের মতো নাম না জানা শহীদ,
অবশ্যই কারণ হতে পারে না।
আমরা তাঁর চোখে কোন পৃথক সত্তা  নই,
আমাদের পরিচয় তো একটাই ছিলো,
আমরা সৈনিক, আমরা তাঁর গর্ব ...


মা আমাদের রত্নগর্ভা।
তাঁর সবুজ সকালে শত বীরের জয়ধ্বনি,
সেই রাঙা উৎসকে লক্ষ্য করে একবার,
দৃঢ় কণ্ঠে ভরাট গলায় বলতে চাই,
দূরে নয়, কাছাকাছি এসে স্পন্দন নাও-


বলো একবার,আমরা করব জয় নিশ্চয়...