দূরেই তো রইলে আকাশে পাড়ি দিয়ে,
মুক্তোহার রইলো সীমানা ছাড়িয়ে,
বলো তো, আড়ি করে থাকবোটা কি নিয়ে?


রাগ কই? এতো ঝিনুক খোঁজার ছল,
ভাগাভাগি কিংবা কালো আঁখির জল,
মান ভাঙানো কথা খুঁজে কি পায় তল?


বাঁধভাঙা ওই হাসি, হেসে কুটোপুটি,
ছবি তুলবো বলে ভাবনা পরিপাটি।
কোথায় হারিয়ে যায়? খোঁজে মনছুটি!


স্বপ্নে বেশ কাছে ছিলে ঘুমের ঘোরে,
সোহাগেরা ঘুম ভাঙাতো আপন করে,
সব জানলা বন্ধ তবু অন্ধকারে।


জোছনা মেখে হোলি খেলি মন বেহাগে,
মেঘলাবনে অকারণে চমক লাগে,
আজ কি ফের দেবে ধরা গোপন রাগে?