আজ দিনরাত রাস্তাগুলোর ক্লান্ত ঘুম,
নিষ্কলুষ বাতাসেও আজ কোথায় ধুম?
এই শহরের গাছগুলোতে পাখির ডাক,
রূপনগরে নদীর ছলাৎ আবারও থাক।


যেন আমার নাম না জানা অচেনা গড়,
তবুও সেখানে বিষন্নতার পাই আঁচড়!
ভিক্টোরিয়ায় নৃত্যরত পরীর নীলচোখ,
ঘুমন্ত এক ময়দান ঘিরে আনন্দলোক!


গম্ভীর ঠিকই, তবু অস্থিরে শান্তি পাই,
ধরণী আজকে দুষণমুক্ত অনেকটাই..