এক) আজব দুনিয়া


সেবার নামেও ব্যবসা,
ফাঁকেই পকেট ফরসা।


দুই) ভো-কাট্টা


মনন পাখায় উড়ালে উড়াল,
সব স্বপ্নই হয় নাজেহাল।


তিন) গোড়ায় গলদ


দ্বন্দ্ব করে অহংবোধ,
চারপাশে তাই প্রতিশোধ।


চার) ঘেরাটোপ


আগে পরে শূন্যতা,
মাঝেই শুধু মান্যতা!


পাঁচ) ক্ষীর সাগরে


প্রেম দহনের পাকাসোনা,
রঙ দিয়ে কি যায় গো চেনা?


ছয়) আরও কতকাল


আজো ঘুমঘোর কাটেনি আর,
অলীক স্বপ্নে দেখি বারবার।