এক) টবের ফুল


হয়নি যা বলা তাই নিয়ে চলা,
অন্তিমে গিয়ে অকারণে জ্বলা।


দুই) আকিঞ্চন


শূন্যেই এই মহাবিশ্ব,
শূন্য বিনে সব নিঃস্ব।


তিন) প্রতিপাদ্য


মনের কোণে রইলো আঁকা,
চোখের জলের সুক্ষ্ম রেখা।


চার) অবতার


মানুষেই আছে দেবতা দানব,
চেনা দুস্কর কোথায় মানব???


পাঁচ) ভাঙ্গা হাটে


চলে যাব নিষেধের দেশে,
হয়তো বনহরিণীর বেশে।


ছয়) গবুমন্ত্রী


জীবনবাজি রেখেও মধু ; মধুর ভাষায় তৃপ্ত,
বেরসিক ছল বাংরেজী দল খরচা খাতায় লিপ্ত।