১) কামারের এক ঘা


প্রকৃতির রোষানলে মানবেরা তুচ্ছ,
মঙ্গলে বা চাঁদে পা! ময়ূরের পুচ্ছ।


২) হাওয়া ক্রয়


হাওয়া অফিসে হাওয়ার দিশা,
নেতার কাজও হাওয়ায় ভাসা।


৩) দম বন্ধ


ইচ্ছে করে ময়দানেতে ভরা জোয়ারে যাই,
হায় বন্ধু! সময় ভীড়ে কোথায় দেখা পাই?


৪) গরম ভাত


বহুকালের ফসল দাবদাহে রূপ নিলো,
সতর্ক বাণীও ছিলো সব বিফলে গেলো।


৫) নিরাপত্তা


ঝড় হলে থাকবেই উৎস মুখ,
স্থায়ীত্বেই জনে জনে উন্মুখ।


৬) কলমের ছোঁয়া


কবির একহাতে বিপ্লব আর হাতে শান্তি,
যখন যা প্রয়োজন তা লিখতে নেই ক্লান্তি।