(আমার এক প্রিয় বন্ধুকে দিলাম)


সে ছিলো আমার এক নম্বর শত্তুর,
তাইতো ছিলো দিনরাত্তির খুনসুটি।
কখনো সে এসে ফোনেতে গাট্টা মারতো,
কখনো বা আমি ভাঙি তার দাঁতপাটি!


দেখা পাওয়া! সে কখনো হবার নয়,
বর! বর্বর হলেই যে পিঠে পিট্টানি।
তাই ভয়ে ভয়ে ফোনাফুনিতেই সারি,
প্রেম বাঁধনে! বাহা - বিন্দাস বলে মানি।


যে বন্ধু্ আজ মাথা খুঁড়লেও মেলে না,
কি করে জুটলো? ভগবানই তা জানে!
তারই ব্যথাতে সমব্যথি আমি হই,
তার সুখে আমি পাই জীবনের মানে।


তা বলে ভেবোনা ছেড়েছি সে খুনসুটি,
দিনে দশবার ঝগড়া করেও - ভাব।
জানি না কবিতা পড়ে দেবে কিনা আড়ি,
নাকি আমার সে ভরাবে সব অভাব।