(প্রতিটি পঙ্‌ক্তি পৃথক অর্থবহ)


মানবিকতা পায় লজ্জা,অপুষ্পক লোভে শয্যা !


বাজার পেতে রণসজ্জা! কোথায় থাকে লোকলজ্জা ?


বুজরুকেরাই কাজ করে, খোলস পাল্টে ভেক ধরে।


বাহারি সাজে ভণ্ড ঘোরে, মানবতাকে পণ্ড ক'রে।


লেখার কলি নিজ চারণে, দুখের কান্না মনেমনে।


উড়োজাহাজ সঠিক জানে, মাটিও কত পুড়ছে টানে।


নীড় হারা ও পাখির দল, রাখবে কই অশ্রুজল?


মিছেই দেখাস দাবানল, মন আগুনেও পাবি ফল।


অট্টহাসি হাসছ যারা, সামনে দেখ বদ্ধ কারা।


চারিদিকে ত্রস্ত পাহারা, দিক হারার নেই সাহারা।


সবার কথা নিজের হলে, বিষাদ ছাড়া নজর চলে।


অসম্মানই যদি মেলে,পড়ছ কেন গণ্ডগোলে?