কবুতরপ্রেমে মুখগুঁজেই কোণায় জীবন,
বকম বকম দিনরাত্তির জাগছে শিহরণ।
সময় পেলেই স্বমহিমায় পরের আশ্রয়ে,
গোষ্ঠীছেড়ে কখনো উড়ে যায় না ভয়ে।
একটু ভিক্ষুদানা ছড়িয়ে দিলেই 'আহা!'
আবার বকবকম নিজ পরিধিতে 'বাহা!'


তবু ওরা নিশিথে অসীমে কল্পনা করে,
শ্বেতপারাবত শান্তিপ্রতীক হয়েই ঘোরে।
দুটি গম মুখে পেলে ওরা যথাযথই তুষ্ট,
এমন মান পাওয়াই, হিসেব মত মস্তো।
জীবন চাহিদা শুধু রকমমেনেই ঘোরে!
আকাশে বাজ উড়লে লুটোয় ধূলিপরে।


একবার অকাতরপ্রেম ছেড়ে জগত দেখ-
সেখানেই বিশ্বপ্রেমে অসীম বিশ্বাস রাখ।
দানার ভীক্ষাবৃত্তি ছেড়ে গর্জে ওঠো বন্ধু,
পরিধি হতে বেড়িয়ে খোঁজোই নয় সিন্ধু!
ওরাই নাম বদলাবে 'বলবে,তুমি অশনি',
জেনো বজ্র! সময়েই হবে বৃষ্টি স্বরূপিনী!


সৃষ্টি নবচেতনা সেখানেই নির্মল, উৎসুক।
লোকারণ্যে কোলাহলেই পৃথিবী জাগুক।