সাগরের কাছাকাছি পৌঁছেই বল্লাম,
"তুমি কি পারো না শুধু দুটো মুক্ত দিতে? "
অবিরাম গর্জন এড়িয়ে সে বললে,
"কিন্তু তুমি যে মুক্তঝরা আঁখি পাবে না,
তাকে হারাবে চিরতরে। " ফিরে এলাম।


আকাশের কাছাকাছি দৃষ্টিতে বল্লাম,
"তুমি কি পারো না শুধু দুটি তারা দিতে?"
পূর্ণ জোছনা আকাশ বললে আমাকে,
"পারি তোমায় নিয়ে যেতে এ ঘননীলে,
বঞ্চিত হবে কিন্তু আঁখিতারার থেকে। "


ফিরে গেলাম পাহাড়ের কাছে,বল্লাম,:
"আমায় রক্তরাঙা ক্যামেলিয়া দাও না।"
সে বলে, "নিয়ে যেতে পারি পাষান গাঁয়ে,
ভাবো - রক্তরাঙা কলজে হারিয়ে যাবে।
আর পারবে না যেতে প্রেয়সীর কাছে। "


নাঃ! আর কাউকে কিছু চাওয়া হলো না,
নিশ্চিন্তে ফিরে এলাম আমার মাটিতে
যেখানে সব শোভা মিশেছে এক বুকে
তারে কেন যে চিনতে ভুল করে গেছি
বুঝলাম চকিতে, নিমেষে হারালাম।