'শুনছো' বলায়        লজ্জা পাওয়ায়
         "হ্যালো" বলেই ডাকে,
ভিরমি লাগে            চলতে আগে
          মাছ ঢাকি তাই শাকে।


বড়দিনে                  ঘরের ক'নে
         কেক কাটেনি বলে,
প্যান্ট-জামা,              শাশুড়ি মা
         কেকটা খুঁজতে চলে।


ফেরার পথে           মেয়ের সাথে
            সে কি গণ্ডগোল,
জামাই পোষা             চরম দশা
          চল খা, একটা রোল।


আস্তে আস্তে         নিয়ম রাখতে
          পড়লে ঘাড়ে বাজ,
বুঝবে বাসায়      হ্যালোর দশায়
         'শুনছো' বলার কাজ?


চলতি আচার          গন্ধ বিচার
       সামাল দেয়া চলবে না,
ঘরেই মস্ত             বাড়লে গর্ত
       পূরণে কেউ আসবে না।