আফিমেতে ছিল ঝোঁক!
       পাঁচিলের ওধারে।
মধুচাষে লাল চোখ,
  এলো কেন এপারে।।


যেখানে যা ছিলো আলো,
          আঁধারেই ধ্বংস।
ঘুমঘোরে থাকা ভালো,
          বলেছেন কংস।।


নেশাতুর আছে ভবে
           ভাতঘুমে ব্যস্ত!
জাগলেই কলরবে
         হবে ওরা ত্রস্ত ।।