ঘুমের দেশে হাজার বছর কাটিয়ে ভাবি-
স্বপ্ন ভেঙ্গে কেনবা তবে এ মিথ্যা যাপন?
নিয়মিত কালোমেঘেই যে অসুস্থ পৃথিবী,
ফুসফুসেতে পলিও জমছে যখন তখন।


দাগ রেখে যেতে চাই জীবনের অন্তিমে,
অস্পৃশ্যতায় বাঁচা দিগন্ত জুড়ে, অসহ্য।
বাতাস দুলে ভোরের ফুল ফুটবে কবে?
মাটির বুকের শত তরুলতা আজ দাহ্য।


জানি, এখনও মেটেনি বর্গির আক্রমণ,
শুধু অলস দিন গুজরান, ক্লান্তির ছবি।
কলুষিত করতে চাই না আর এ জীবন,
এক সাগর অমৃতই যে এখনকার দাবি।