মহারথীর সৌরঝড়ে,
এই ধরনী উঠলো গড়ে।
তবু ঝড়ের বিরাম নেই,
বাদল ধারা সম তালেই।


এলো সাগর , হলো পাহাড় ;
অ্যামিবা আনে নব বাহার।
চললো শীত, কখনো তাপ ;
মানুষ আসা! এমনি ধাপ।


গড়ে বসতি - থাকবে বলে,
ঝড় কবলে, যায় বিফলে।
তবু আবার বৃষ্টি হয়,
নয়া জীবন জগতময়।
________________


টানাপোড়েনে অধুনা কাল,
আজ বসতি - বেশ সামাল,
কিন্তু মনে! পাথর জমছে,
সৃষ্টি ভুলে,  দূরে চলছে।


আজকে মনে উঠলে ঝড়,
ভাবে না, ভাঙে - তাসের ঘর।
সবুজ যদি আঁচল টানে,
দেখে না কেউ চাঁদ নয়নে।


অনবরত ভুল স্বর্গে,
কাটাকুটির  ফলে মর্গে।
বুকেতে খরা! বৃষ্টি কই?
আদম ইভ!  লোপাট ওই!!!