ঘাত প্রতিঘাত তো অঙ্গই জীবনের,
বারংবার আঘাতেও বন্ধু হয়ো না কুন্ঠিত!
শক্ত হাতেই না হয় মোকাবিলা করো,
কীবা লাভ পাবে ঈশ্বরে দায়ী করে...


সহনশীলতা না হয় বাড়ালেই একটু,
বেশীদূরে নয় চারপাশে নজর দাও,
নুয়ে থাকা বনের শোভা -
ফলন্ত ওই গাছটার দিকে একবার তো দেখো...


তাকে তো নিত্য নিয়মিত-
কতই না পাথুরে আঘাত সহ্য করতে হয়,
কেবলমাত্র প্রয়োজনে আহার জোটায় বলে!
বলতে কি পারো সে কাকে দায়ী করবে...


@@@@@@@@@@@@@@@@@@@


ভারতীয় রাষ্ট্রপতি এ. পি. জে. আব্দুল কালামের
একটি ভাষ্যের ছায়া অনুকরণে এই লেখা।