দুয়ারে দাঁড়িয়ে ছিলে
ভিখারিনী বেশে;
দেখেও দেখিনি!


রাজন্যা হয়ে এলে
অনন্য পরিবেশে;
নাগাল পাইনি।


শুধু ভেবে সারা হই
কাঙালিনীর টানে;
কিছু হয়তো ছিলো-
ধূলোর ঢাকা সরিয়ে;
দেখা হয়নি।


আজ ঢাকা পড়া ওই
পলির আস্তরণে;
প্রমোদকানন যা দিলো-
বেলোয়ারি হিসেব গুছিয়ে;
লজ্জায় খুঁজিনি!