জীবনযাত্রা কঠিনতর হচ্ছে ক্রমশঃই,
প্রকৃতির উপরে নির্যাতনের ফল
বুমেরাং হয়ে ফিরছে বারবার,
আবহাওয়া বাঁধ মানছে না কিছুতেই,
ঘনঘন নিম্নচাপ, গ্রীনল্যান্ডে বৃষ্টিপাত,
এগুলো তো নমুনা মাত্র...


বাড়ছে নতুন নতুন ভাইরাস
শাকসব্জীতে কীটনাশক ব্যবহারের মাত্রাধিক্যে,
অমানবিক মুনাফার পথে হাঁটতে গিয়ে
মুখথুবড়ে পড়ছে কলকারখানা,
সাথে সাথেই আর্থসামাজিক ব্যবস্থায় ধ্বস নামছে...


'থাকা' আর 'না থাকা' মানুষের ফারাক বাড়ছে,
তার ওপরে গোদে বিষফোঁড়া - করোনা!
এভাবেই চলছে পুরো দুনিয়া,
দিকে দিকে হানাহানির ঘটনা
মানুষের গণ্ডি পেরিয়ে দেশ সীমানায় হানা দিচ্ছে,
এককথায় আমরা কঠিন হতে কঠিনতরর মুখে...


বাঁচার উপায় হিসেবে জোড়াতালিটাই
বাছতে বাধ্য হচ্ছে সবাই,
কোনো স্থায়ী ভাবনা এখনো কার্যকরি হয়নি,
সবই পরীক্ষামুলক গিনিপিগের হাতেধরা,
তবে এখনো বলা যায় - বেঁচেই আছি!
তাই এখনও লিখছিও,
শুধু জানিনা এটা বাঁচা কিনা!!