গোকুল  গোঠে  শিহরি  ওঠে  বিরহী  রাধার তনু,
কানু  কহে  রাই  কেমনে বুঝাই কুহুরবে মনভার,
দখিনা বাতাস আজিও উদাস বাজেনি শ্যাম-বেনু,
গোকুল  গোঠে  শিহরি  ওঠে  বিরহী রাধার তনু।
কৃষ্ণচূড়ায়  লাল হয়ে যায় রাধিকা সোহাগী কানু,
বাসন্তী সুরে  নিজ বেনু ভরে  তান ধরে আরবার,
গোকুল গোঠে  শিহরি  ওঠে  বিরহী  রাধার তনু,
কানু কহে রাই  কেমনে বুঝাই কুহুরবে মন ভার।