গাছের মতোই শেকড়বাকড় ছড়িয়ে
ডালপালা ফুলপাতা একগাদা নিয়ে,
মূল্য কই- অযাচিত জীবনের ভারে?
শোনো নি কী  'ছায়াতে মায়া বাড়ে'...


বাড়তে চাইলে পরগাছা সঙ্গী হোক
তরতরিয়েই ভরে দাও অরণ্যলোক
সবুজের সমারোহে জাগুক বিশ্বাস,
একদিন কঠিন রোদে শুকিয়ে,ব্যস...


চোখটা চলে যায় দেবদারু পাতায়
ঝিরঝিরে তুষারপাতে মন চমকায়
ইউক্যালিপ্টাস তেলে ব্যথা নিরাময়,
এগুলো কি মায়ার গণ্ডির মধ্যে নয়...