ভুতের গল্প মানুষ লেখে,
তবুও ভুত কিন্তু পরচর্চা ভালবাসে না;
হাতের নাগালে বহু খবরাখবর পেলেও,
কিছুতেই মানুষের গল্প ওরা  লেখে না।
প্রচণ্ড দাম্ভিক!মনে হয় ইতিহাস যেন ...


ভবিষ্যৎ!  কিভাবে আর গল্প হবে...
সে যে কানাগলির বাসিন্দা গো!
তাদের নিয়ে কারও মাথাব্যথা নেই।
আকস্মিক বিপর্যয়ে কখনো গল্প হলে,
ছবিতেই অন্তিম ঠাঁই পায়।


প্রেতচর্চা মানুষ করলেও,
মানুষচর্চা কিন্তু কখনোই ভুত করে না ;
বর্তমানের অধ্যায় তাই একদমই বন্ধ ।
আর ছন্নছাড়া  ভবিষ্যৎ!  
ঝমাঝম রেলগাড়িতে স্থানের অভাবে,
এখন ঘুরেফিরে সেই ভুত কামড়ারই যাত্রী।


এখন...আর এখনও ...
কেবলমাত্র অনাবশ্যক বেশি বেশি
বেহিসাবি মগজ খরচা করে করে।