আদুড় গায়ে দূর্গা দেখি লজ্জা ঢাকে,
ঢাক বাজিয়ে খুশির নেশা বইতে থাকে!
কাঙালি ভোজ চশমা আড়ে খোলাম কুচি,
সেবার নামে চটজলদি নতুন সূচি।


বিভেদ রেখা! দু সীমানায় বেজায় ফাঁক,
হাল চষতে ব্যস্ত সবে রুদ্ধ বাক।
পাপের বোঝা কমাতে ছুটি পুণ্য ধামে,
পুজোর বাদ্যি মুখশুদ্ধি অন্য নামে!


রত্ন যত হিসেব মতো পাথর কুচি,
টাকার ঝড়ে বিদেশে জমে ফুলকো লুচি।
এখন দেখি আকাশ পাড়ি ছুঁতোটি পেলে,
সমস্যারা বাঁধন ছাড়া বোবার দলে।


কর্ণধার কান যে দেবে সময় কই?
সাদা হাতির পায়ের নীচে আরামে ওই।