আজ মহামিলনের হাতে শৃঙ্খল বেড়ি,
নিজে বাঁচো,আর শুধু কামরায় বাঁচো,
নতুন এক মন্ত্রেই আজ দীক্ষিত সবাই।


ভয়টা এখান থেকে যেন নিয়মিতভাবে
আমাকে শুধু তাড়িয়ে নিয়েই বেড়াচ্ছে,
আমার শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছে।


জানিতো, দুরাত্মার ছলের অভাব নেই।
তেমনই আবার ঘরপোড়া গরুও জানি,
সিঁদুরে মেঘ দেখলেই ডড়ায়, ঝড় এলো...


আমি ঠিক মধ্যিখানেই দাঁড়িয়ে রয়েছি,
সঠিক চিত্রটার প্রতিফলনে ভয় পাচ্ছি,
শেষমেশ আবার কোনো হিটলারি চালে...
'গৃহবন্দি" রাখাও নয়া অস্ত্র হবে নাতো!