ফুলচাষিদের প্রাঙ্গণ জুড়ে ফুটেছিলো,
গন্ধের রানী,রজনীগন্ধা। গন্ধে মাতাল
মধুকরও ঠিকই স্বাগত জানিয়েছিলো,
কিছু ঘুরঘুর। তবু রইলো না চিরকাল।


হাত ফেরতা চলা বাজার হতে বাজারে,
কেউ যাবে সন্ধ্যেবেলা সন্ধ্যামনি হাতে,
কেউ বা নববধূর গলায় পরা কণ্ঠহারে!
তবু কিছু যাবে অবাঞ্ছিত শ্মশান-রাতে।


অবশ্য তাতে এমন কীই বা এসে যায়?
যাত্রা যে প্রান্তের থে‌কে শুরু হয়েছিলো,
ওই মাটিতেই শেষ,গঙ্গায় নয় পথচলায়,
হাসিকান্নার ইতিহাসও গতি ভুলেছিলো।