সেলাই করতে গেলেই সুঁচসুতো লাগে,
সুন্দর আসন গড়তেও বেঁধাই গুনসুঁচ।
এভাবে না বিঁধলে সৃষ্টি-ভাঁড়ার শূন্য।


একাধিক মনের বন্ধনে একরাশ ফুল,
বিঁধলে গড়ে এক সামাজিক চিত্রকলা,
ফোকাসে ধরা না দিলেও আর্টিস্টিক।


শেষবারের মত প্রবল যন্ত্র‌ণা বিঁধেছিলো,
আসন ছাড়বার কোন ইচ্ছেই ছিলো না,
তবু বুক সেলাই হলো না, তখন জানলাম...


শুধু সুঁচে নয় দক্ষতার প্রয়োজনও অনেক।


(বোধ,বিমল)