ভালো সময় মেপে ভোরেই চলা শুরু হলো,
তখনও আঁধার পুরোপুরিভাবে কাটেনি,
জানতাম দিনের ক্লান্তি বড় দুঃসহ,
তার থেকেও শক্ত, তাপ পরিপাক করা...


সন্ধ্যা আনুক সাঁঝতারা, অনুভবে ছিল ;
সারিবদ্ধ পাখিদের কুলায় ফেরা, আহা...
ভাবতে ভাবতে অমানিশায় রাত নামলো,
আলো অভাবে পথচলা অনিশ্চিত হলো...


পরঘরে কষ্ট ছাপিয়ে কেন ঘুম আসে?
ভয়াবহতা উপেক্ষা করে, বেহায়া ঘুম!
জানি, ঘুম ভাঙলে নতুন সকাল কিংবা -
দূর নীলে চকমক ওই তারাদের কেউ...


আর কি সীমানায় খুঁজে পাব কখ‌নো?
মধুময় এক‌টি আস্ত দিন! যা হারালাম।
ভাবনা ছুটেই চলে, যেন ডাকহরকরা
দাঁড়িয়ে রয়েছে আলে,পাশে সর্ষের ক্ষেত...