শিউলি লেখাপড়া শেখেনি কোনদিনই,
বেনীমাধব শীলের ফুল পঞ্জিকা চোখেও দেখে নি।
তবুও সময় মেপে চলতে কিন্তু জানে।
কারণ ' ও বাতাসের ভাষা বোঝে '
এমন একটা ধারণা ওর মনে ছিলো বরাবর।


এখন মাঝারি গরমেতে,
চারদিকে আমেরা ঝুলছে ভরা যৌবনে।
প্রাত্যহিক অভ্যাসবশতঃ ফুলবাগানে গেছি,
যথারীতি ফুল তুলবো বলেই।
আকস্মিক শিউলির স্নিগ্ধ সুবাসে বিবশিত!!
পাঁচিলের ধার ঘেঁষে দাঁড়ালাম গাছের তলায় ...


শিউলি...এখন...মধুমাসে!
এই অবেলায় এলো কোত্থেকে?
অথচ পরিস্কার দেখছি,
ও আমার দিকে চেয়ে ,
যেন ঝুড়িতে আশ্রয় খুঁজছে।


বুঝতে পারছিনা কিভাবে সম্ভব?
আমি আবহাওয়ার গতি বুঝি না,
জানি ওই শীলের ফুল পঞ্জিকা ...
তাই হঠাৎ শিউলিকে দেখে মনে হচ্ছে,
তবে কি হাওয়া বদলালো?


শিউলিই হয়তো,
সঠিক জানে হাওয়া বদলের মানে।