মাঝে মাঝেই অন্ধকার আমাকে
হাতছানি দেয়। বলতে ব্যাকুল
হয় অনেক না বলা সব কথা।
কালো চামড়ার মোড়কেতে রাখা,
লাল পাষাণের বিন্দু আকুলতা।


স্তরে স্তরে সাজানো গল্পের থেকে,
তুমি কখন যে এসে আবেশের
বশে আমাকে নিয়ে খেলতে থাক,
বুঝি না। তোমার নিবিড় পরশ
অনুভব করি, সরাতে পারি না।


আমি ভালো করে জানি অপর্যাপ্ত
আলোতে কিছু দেখা যায় না, তবু
তুমি যেন আমার সেই চেনাজন,
যাকে চিনতে আলো কাজে লাগে না।
হারাবার ভয়ে অন্ধকার খুঁজি।


জোনাক জ্বলা সে রাতটা আমাকে-
তোমার রূপসী আঁধার আলোয়
ভরে দেয়। পাষাণ স্বপ্ন কলজে
হয়ে, জানি না কখন মিলে যায়
ব্যাকুল মনেতে শেষ বিন্দু পাই।