ভেঙ্গে পড়া অতীতের বাঁধা চোখে
ঢেউ ওঠে তবু চলেও যায়
স্বপ্নসন্ধানী মন উঁকি মারতে চায়...


একদিন হঠাতই নজরে এসেছিল
পাথর ঘামা ঝর্ণার উৎসে ঝরাপাতা
নিয়মমাফিক তাকেও নীচে নামতে হয়...


উত্তরপুরুষের ভাবনায় চোখে পরেছে
এক অতৃপ্তির চোঁয়া উদকশান্তি
তখন যেন ইতিহাস মাটি ছুঁয়ে যায়...


লবন চোখে সাগর ছুঁতে ভয়
তাই বালিয়ারির স্বপ্নজাল
তরঙ্গায়িত নদীরাই মুছে দেয়...