উঁচু মাপে গিন্নি ; মহিলা মহলে আছো!
কাঁচের আলমারিটা সাজানো থরে থরে,
দেহতত্ত্ব বা মনস্তত্ত্বে নিপুন হাতের ছোঁয়া,
ঝকঝকে তকতকে আর একটু ঝাড়পোঁছ ...


কৈশোর তবুও যে কেন পিছু ছাড়ে না!
মূল্য যা পেতে পারতো, দিলো কই?
ছিলো সুন্দর এক মন, খেলেই গিয়েছো,
কি করে সাজাবে? নেই যে বইদানি...


ইচ্ছেডানায় ভর দিয়েই বিদেশ পাড়ি।
রুটিন বাঁধা জীবনে একঘেয়েমি এলেও,
গ্রাম বাংলার ভ্যানরিকশায় কলেজটা -
ওই স্বপ্নে বন্দী! ফাঁক পেলে তবেই না...


তবু চাই, আর একবার যদি হারিয়ে যাই...