ভোর আকাশে টুপটাপ করে
শব্দ ঝরার গল্প,
বললে পথিক একটু দাঁড়াও
পথ যে নয়গো অল্প।


দাঁড়িয়ে গেলাম ঘরের ছায়ে
সামনে ঝরা বাদল,
সুয্যি মামার পথ জুড়ে ওই
শক্ত মেঘের আগল।


লাল জামা গায় উঁকি মারার
সব পথই আজ বন্ধ,
ফিরতে হলো মাঝ পথেতেই
ঘুচিয়ে সব দ্বন্দ্ব।


মানতে হলো কড়া নজর
প্রাতঃভ্রমন মাটি,
ঘরে ফিরেই খাচ্ছি বসে
টিফিন পরিপাটি।