ধরনী, আমার মা,
আমি যে ভীষণই -
তোমায় ভালবাসি,
পর্বত শৃঙ্গ থেকে-
সমুদ্রের অতলে,
তোমায় ভালবাসি।
ঝড়ের তাণ্ডবে বা
বাদলের বর্ষনে,
তোমায় ভালবাসি।
তোমার নব সৃষ্টি,
তোমার ওই স্রষ্টা,
সকলি ভালবাসি।


জয়ের যা চুড়ান্তে !
সেই তো ভালবাসা।
যা প্রাণের স্পন্দনে,
সেও তো ভালবাসা।
মনের গভীরতা !  
নয় কি ভালবাসা?


ভালবাসা শুধুই -
আদিম অকৃত্রিম।
অনেক ভাবনায় -
মন হারিয়ে তাই ;
চাহিদা শূন্য মনে,
বিনিময় না খুঁজে,
আমি তোমায়, শুধু
তোমাকে ভালবাসি।