সকালে একটু রোদ আর আলো পেলে,
মনটাও চাঙ্গা হয়।
তার সাথে যদি গঙ্গার বাতাস মেলে ;
তবে তো সোনায় সোহাগা।
কিন্তু সেটা পাই পবনদেবের মর্জি অনুযায়ী...


পাড়ে বসে ভাবি যখন,
সেই কোন্ হিমালয়ের কোলে জন্ম!
তারপর কত না ইতিহাসে সে দেখেছে,
পরিবর্তন আর পরিবর্তন ...যুগ... যুগান্তর ...
খুবই অবাক হয়ে যাই।


কত পাপ বহন করেও সে পুণ্যের পূর্ণতা,
দায়িত্ব নিয়েই  বহমান নগরী উন্নয়নে;
অথচ আমরা তার কষ্ট বুঝি কতটুকু!
পলি বিলিয়ে আর পল্লী গড়তে গড়তে সে ক্লান্ত,
আমাদের ক্লেদ আর টানতে পারছে না ...


আজ নিজেই খুব অসুস্থ সে,
কর্কট বড় নির্মম ও সাঙ্ঘাতিক।