কখ‌নো যে বলতে পারে নি
তাকে বলতে দাও,
জীবনের কথা।
মনেতে কিন্তু কথা তারও -
ভরপুর রয়েছে ;
বলার মতোই।


এখনো যে চলতে শেখে নি
তাকে চলতে দাও,
চলবার পথে।
ইচ্ছে কিন্তু তার গোপনে -
আছে এগোনোর ;
চলার মতই।


জীবনে যে গাইতে পারে নি
তাকে গাইতে দাও,
সুরের জগতে।
বাঞ্ছা কিন্তু তারও আছে -
দু'কলি গাইবার,
গানের মতই।


হৃদয়েশ্বর হে, ভাসাও তারে
মনের সাগরে।