ভাষা আন্দোলন এখন তুঙ্গে,
নয়া মিডিয়াম ভর করছে তার অবয়বে।
ভালো মিডিয়াম শুনেছি ,
তড়িঘড়ি আত্মা নামায়,
বাগানে ফুল নেই, মধু নেই ,
বদলে শুধু পরভাষী বুলি,
আর হুলের হুল্লোড়।


থামস আপের বোতলে
দেখি মধুর ছড়াছড়ি!
হাই আছে,
উন্নতির প্রয়াস নেই
হ্যাল্লো আছে,
মানসিক মিলনের অভাব।
এ কোন শান্তিনিকেতন!!


ঘটনাটি তবে বলি...


গঙ্গার পারে গেছিলাম,
একজন আত্মীয়ের
বাৎসরিক শ্রাদ্ধকার্য সমাপনে।
সেখানেই এই অভিজ্ঞতার উদয়।
খুবই ব্যথা ভরা মনে,
এবার ফেরার পালা,
কার্যাদির সমাপ্তি।


কানে এলো,
দূরে অন্য পারে  
গান হচ্ছে -
'আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই....'
বাস্তবিক চিত্রের সাথে
কই মিলছে না তো?


আসলে পরিস্থিতির চাপে
ভুলেই গেছিলাম।
মনে পড়লো,
আজ অনির্বান একুশে ফেব্রুয়ারি।
বাংলার গর্বের দিন।
ভেবে লজ্জ্বায় মাথা নুয়ে গেল,
ভাবলাম এরাও বাঙালি???


মন ভেঙে যায় , এদের দেখে।
বিশ বছরের কষ্টসাধ্য সফলতার পরও,
শহীদদের বেদীমূলে আজো অশ্রু ঝরে!
বেদনার থেকেও এখন অস্তিত্বের প্রশ্ন বেশি গম্ভীর।
শত শত শহীদদের এ কোন মূল্যায়ন!!
তাঁদের কষ্টে অর্জন করা ভাষাই না বাঁচলে,
তাঁরা বাঁচে কিসের জোরে?


এ কোন দুঃসময়ের পথে আমরা এখন?
আজও সবচেয়ে বেশী মানুষের,
জাতীয় সংগীত বাংলায়।
সারা পৃথিবীর মধুরতম ভাষা বাংলা।
অবাক চোখে দেখি,
এ কী... পদস্খলন!
এ কোন দৈন্যতা!


এবার মনে হলো,
ওদের শ্রাদ্ধ্যটাও সারলে হতো।


সময় আগত....


                          ২১/০২/২০১৮
                        পানিহাটী (পেনেটী)
                         উত্তর ২৪ পরগনা