ব্রীজে 'নো ট্রাম্প' এর মেজাজেই ভ্রমন,
ব্রীজ ভাঙ্গলেই নানা সাঁড়াশী আক্রমণ।
তাই,সতর্কতাও সবচেয়ে বেশী দরকার,
জারিজুরি শেষে,সাস্থ্যও বাদ নেই আর।


কাছের নগন্য এক ক্যাপ্টেন,জাহাজের-
হিমশৈলে ধাক্কার বার্তা করেছিলো ফাঁস,
উত্তরে ছিলো নিদারুণ শ্লেষের অট্টহাস!
'স্বপ্নসুন্দরী হাতে কী মৃত্যু হয় যৌবনের?'


আবহমানকাল সমচিত্র রয়েছে খোদাই ,
শাস্তি পায় নাম না জানা ক্যাপ্টেনেরাই।
জানি, বিপদ এলে ঠিক মারবে ছোবল!
মানব দরদী সংস্থাগুলোও হচ্ছে দুর্বল...


স্বার্থপরতা মানবতাকে করছে ছারখার,
আর কতকাল চোখবাঁধা গান্ধারী-বিচার?