একদিন শিশু পার খুঁজে পায়
                         সংসারের সাগরে,
জন্মদিনেরা ঠিক নিশানায়
                       বুঝি বা ধাক্কা মারে।
কদম কদম চলতে টলতে
                            মেরুদণ্ডও খাড়া,
নিজগুনে মনে জগৎ বলতে
                       আন্দোলনের সাড়া।


পথের সাথীরা ঠাঁই খুঁজে নেয়
                           অনন্ত সীমানায়,
কেউ চাপে থাকে কেউ চাপ দেয়
                       নানারূপে ছলনায়।
তিথির চলায় বয়স তো বাড়ে
                       রোজই চলার পথে,
সুকুমার কবি চালশের পরে
                         চলেন উল্টোরথে।


কালগোনা কমে ভাবনায় এলে
                           অন্তিমে স্থিরতা,
পার ছেড়ে মন যেতে চায় চলে
                     চিরকাল ব্যাকুলতা।
কর্মকান্ড যতটুকু পাই
                         সেটাই তো সম্বল,
বছর বছর মানদণ্ডেই
                        জন্মদিনের ফল।


দিনের প্রান্তে  মিলনতীর্থ
                 কেউ আর কারো নয়,
পাপ ধ্বংসের শেষ মুহুর্ত
                        অপার শান্তিময়।
মাপা যায় না তো, শূন্য আধানে
                   পুরোটা পথ অজানা,
জন্ম মৃত্যু শুধু এক মানে
                   জীবনের লেনাদেনা।