জরিপ করতে ভুল থে‌কে যায়,
অসহায়ের মতো পাতায় দোল লাগে
অবাধে দেখি পাল তুলে হারিয়ে যাচ্ছে সৃষ্টি,
কেউ ফিরেও দেখছে না মাপা কথাগুলো,
আমিও হতাশ হয়ে ছিঁড়েই চলেছি
আমার অস্তিত্বের টুকরো, গুনে কী হবে...


মঞ্চের সময়সূচি জানি বিদ্রুপ করছে,
একদম ধারণাই ছিলো না
কতো দ্রুত ছায়াপথ বদলাতে পারে,
একদিন যারা হাততালি দিতো
ইচ্ছে করছে তাদের কাছেও কৈফিয়ৎ চাই
অনর্থক কেন তারা স্তুতির পাহাড় গড়েছে...


যা গেলো শুধুই কি গেলো?
কিছুই কি রাখলো না নতুনের পথে!
জানি না মেরুদণ্ড সোজা করে
আবার কখ‌নো পারবো কি টুকরো সাজাতে,
তবে এছাড়া করার মতোই বা কি আছে
দেখি! আবারও মাকড়সার জালবোনা...