শুরু করা যাক আরও একবার,
আজো অন্ধকারে দিন গুনে যাই।
আলোর হাতছানি -নেই ব্যস্ততা;
জীবনের জন্যে জীবন সরব,
উচাটন মনকে বাঁধা যায় না।


ভালবাসা নিয়ে ফের আসবো,
আসবো অস্তিত্ব টানে খুশিমনে।
লালন পালনে- তরতাজা মন ;
হাঁটবো বহু পথ যা আজো বাকি,
এভাবেই শুধু পথে ঘোরাঘুরি ।


তবু যদি আলোয় মুক্তি না পেয়ে,
সে অন্ধকারেই রয়ে যেতে হয়।
বলবো আমি - ত্রুটি আমার নয়,
মুক্তি চেয়েও আমি মুক্তি পাই নি,
দুর্ভাগ্য নিয়ে, তাই শেষ পৃষ্ঠায় ।