দিনের খেলায়     বিদায় বেলায়
            উল্লসিত রব,
সকাল সাঁঝে       কাজের মাঝে
         কোথায় সে শৈশব?


ফেরত পেলে       একবার এলে      
           শৈশব এই দ্বারে,
হারিয়ে যেতাম      গন্ধে পেতাম
          ছুঁতাম তখন তারে।


তপ্ত রোদে           জীবন বোধে
         চারদিকে বৈভব,
মিছেই বাঁশি          কাঁদন হাসি
        পাই নাতো শৈশব।