আকস্মিকতার দহনে পুড়তেই হয়
দেয়াল মেলে না বিশ্রামের
এখন আর সারি দেওয়া ফুলের রাস্তা চোখে পড়ে না
এ যেন কোনো মরুদ্যানে ক্যাকটাসের ছড়াছড়ি
জীবনের শালুক উধাও সরসীনীরে।


একবার এই কদিন আগেও
চলার পথে একটা অরণ্য নজরে এসেছিল
আহা! সেই প্রাণের সাড়া ভুলি কেমনে
এখন আর কিছুই নজরে আসে না
হয়তো বা চশমার কাঁচটাও বদলাবার সময় অদূরে ...


আশা তো কোনদিনই সঠিক উচ্চতায় পৌঁছোয় নি
মাঝে মাঝে ভাবি দহনের দিন আরও কতকাল
মরুভূমিতে ড্রাগনের আতঙ্কে এ কোন জীবন
এতটুকু জল চাওয়াও কি খুবই বেশী চাওয়া
নইলে কেনইবা আমি বন্দীদশায়...