সেই একবার হাঁটা - শৈশবে যা শুরু,
অসীম বিশ্বের মাঝে, বুক দুরুদুরু।
একসাথে পথচলা - তবু যেন একা,
ঘাটেতে ভিড়লো তরী, যদি পাই দেখা।


নতুন অতিথি এসে হাত রাখে হাত,
রঙিন ফুলের গুচ্ছ, আনন্দ প্রভাত।
সুখেরে হিংসে করেই বেদনা হাজির,
দিবা রাত্রের কাহিনী- থাকে নাতো স্থির।


সব তারা আজো জেগে স্মৃতির পাতায়,
সব বর্তমান রাখি মনের খাতায়।
তারপর একদিন,  বন্ধ খাতা, পাতা -
সুধাভাণ্ড  নিয়ে  দেখি, দাঁড়িয়ে  বিধাতা।