একদিন একটি কচি পাতায় আশ্রয়,
নিজের ইচ্ছেমত ঘাড় দোলাই।
সেখানেও আর এক চড়ুই,
ঝগড়া চলে, ডাল বখরা নিয়ে।
ভাবও কি ছিলো কিছু ?
জানি না,থাকলে তা বেশ গোপনে।


আমি নিজে তো এক পাতা,
উড়তে পারিনা কেউ না ওড়ালে।
আমি তাদের আসরে বসি না,
যদিও আসরের কাছাকাছি একজন।
ওদের ওড়াউড়ি আমার নজর এড়িয়ে।
ইচ্ছেমত ফুরুত! ব্যাস্ ...


তিন শালিকে ঝগড়া করে,
রান্নাঘরের চালে।
নতুন অতিথি আমার ,
আপ্যায়নে আমি অপারগ।


পাতা বড় হয় নিজের গতিতে,
বেশ মজা পাই ওদের ঝগড়ায়।
জানি না ওদের তাত্ত্বিক ভাষা,
তবে উপলব্ধি করি,
খুবই জ্ঞানীগুনীর ঝগড়া একটা।
একদিন ভোর হতে না হতেই  
ওমা!  তারাও ফুরুত!!!


কিছুকাল নিঃসঙ্গতা ,
পাতার বৃদ্ধি অবিচল।
এবারের ঝামেলা অন্য তরফে,
পাতা নিয়ে টানাটানি।
রাজার নতুন ঘোষণা মত আজ,
পাতার উন্নতিতে ফলের সম্ভাবনা।


অনেক জমজমাট পাতা এখন,
কলকাকলিতে রমরমা,
আমারও সময় কাটে বেশ গতিতে।
নিজের কতটা উন্নতি হচ্ছে -
বোঝার আগেই ভীড়ে তলিয়ে যাই।


শুভ পরিকল্পনায় ,
আর কিছু হোক না হোক,
আশেপাশের পাতা নিয়ে খোঁজখবর,
পর্যাপ্ত।
আমি বুঝি,
কতনা জানার আজো বাকি!


শুধু বুঝিনা ,
কতদিন পারবো,
ওদের তালে তাল মেলাতে ?
একান্তই অসমর্থ হলে,
পাতা হলুদ হবে,
গাছ হতে ঝরে যাবে।


তখনো চড়ুই বা শালিককে
মনেই রেখে দেব।
আজকের অবস্থানে
তাদের দান কম কিসের?
তারপর হব ঝরা পাতা ...ইতিহাস ...