এক উঁচুনিচু অথবা উপত্যকা পেরিয়ে
তুমি ক্রমাগত নেমে অাসছ
আর আমি দূরে থাকতে পারছি না
মেঘেরা তোমায় নিয়ে খেলছে উপরে
দেখতে পাচ্ছি তবুও সইতে পারছি না
কি করে তুমি এখনও আড়ালে ...।


আমি চাই তুমি এসে আমায় ভরাও
একটিবার ছুঁয়ে যাও এই তনু মন
জলের এ দুষ্টুমি আমি মানতে পারি না
আমার সর্বাঙ্গে আমি তোমাকেই চাই
শুধু একবার এসে ভেজাও আমায়
আমি যে ভিজতেই চাই, উর্মির মতো।


যাক, এতক্ষণে সময় তবে হল আসবার
সেই এলেই যখন আগে কেন এলে না
আমি যে জীবনের অনেক হারিয়েছি
শিশু মনের নাচ, পুতুল খেলার সাজ,
আরো কত...অবশ্য কাকেই বা দোষ দেব
অনেক দেখা চিত্র যে কল্পনায় ছিলো শুধু।