দুলছি দোলায়      তবুও কি হায়
          রাখবে বন্দী করে?
এ মন পবন           ছুটবে কখন
          কিভাবে যাব উড়ে?


দুলছে বাড়িতে    ঝুলন পিঁড়িতে
           একটু মুক্তি চাই,
কাপড়ে পাহাড়    নদীর জোয়ার
           গ্রামের ছন্দ পাই।


পুলিশ মানুষ          সবাই বেহুঁশ
          বনেতে বাঘ মামা,
সওদা চলছে        ছেলেটা বলছে
        কমেতে দে'না জামা।


এমন সাজানো     ভুবন জুড়ানো
          রাধিকা কৃষ্ণ আজ,
দুলছে দেখছে      কেমন হয়েছে
          খোকার স্বপ্ন সাজ।


এভাবেই যদি            কল্পনা নদী
            খোকার স্বর্গে বয়,
দেখবে তখন               দুরন্ত মন
           সৃষ্টিতে মেতে রয়।