জীবন, চাতুরি আর বিদ্বেষ,
তিনটি ভিন্ন কথা - ব্যাস্ শেষ।
তবুও শেষ আর হয় কোথায়?
জীবনে চাতুরির বিপর্যয়।।


চাতুর্য্যের সাথে বিদ্বেষ,
ধংসের সর্বনাশেই শেষ।
বিদ্বেষপূর্ণ জীবন শূন্য,
আলোকসম্পাতে সব চূর্ণ।।


সবই আছে জীবন আছে তাই,
পরিমিত ব্যবহার জানা চাই!
জীবন, চাতুরি আর বিদ্বেষ,
তিনটি ভিন্ন কথা , বহে রেশ ....