বছর মেনে
একপা দুপা
       তার ঝালা,
চলার ক্ষণে
লড়াই ক্ষ্যাপা
       ভোরবেলা!


একে চন্দ্র
দুয়ে পক্ষ
          হরবোলা,
বেজায় সান্দ্র
ঘরেই দক্ষ
       সুর তোলা।


চলার পথে
জয়েরে লক্ষ্যে
        চায় দোলা,
জীবন মাতে
ফুলেল সাক্ষ্যে
       আলবোলা।
        
দ্বিপ্রহরে
অশ্বারোহী
          পথভোলা,
বুনন ঘিরে
রক্তাশ্রয়ী
       জাল ফেলা।


বছর না যায়
এক পা দুপা
      সাঁঝ বেলা,
প্রপঞ্চময়
কপাল চাপা
        কালবেলা!


পূর্ণিমা নেই
ঝলক দিতে
         তারবেলা!
অমাবস্যাই
দিন গোনাতে
        শেষবেলা।