সবাই তাকিয়ে অলিখিত
তবুও চিরাচরিত সময়ের দোটানায়,
কে কখন পার হয় সীমাবদ্ধ গণ্ডি
তা নিয়েই টানাপোড়েন নেপথ্য গতির,
ঘোষকের নিদান ঘোষণা...
মনে মনে আঁকা হয়ে যায়
গীর্জার ঘন্টাধ্বনি কিংবা
শববাহকের মিছিল
অজানায় ছায়াময় নীরবতার জন্যে
শৈত্যের চিরন্তনে সরে যাওয়া...
আমিও তখনই হৃদয়ের শব্দ পাই
চলে যেতে চাই দূরে বহুদূরে,
উপলব্ধির সকল সীমা ছাড়িয়ে
কোনো হিমঘরের দোটানায়
মনে হয় দীর্ঘজীবন বড়ই একা...