এক) পরাগ মিলন


             অলি
          উড়ে চলে,
      রেনু রেখে বলে-
  তোমার মধু আমার যাদু
            মিলি,
  ভরাও সুখে জগত বুকে
     সৃজন বাতি জ্বেলে,
         বিধির চালে
            ভুলি।


দুই) মর্মবাণী


           নরম
মনের সাড়া যখন ভাবায়,
     চিন্তা দূরে যায়
       মন দোলায়!
           শরম-
        যদি থাকে,
    নয়ন ভাষার ডাকে
জবাব ঠিকই তৈরী রাখে
           মরম!