এক) মধুমাধব


মধুমাধবে
শিল কুড়ানো আশ্বাসে
দূর্গা অপুর ছুট্,
আমের কুশি চারদিকে
বাঁধা কাপড়ের খুট্।


দুই) বছর ঘোরে


শেষের সপ্তকে
চৈতি দাবদাহ ধায়
আম্রপল্লবে,
বৈশাখী কোনো ঝড়ে
বছরটা ঘুরে যাবে।


          (৫/৭/৫/৭/৭ মাত্রায় তানকা)
      
          **মধুমাধব হলো চৈত্র-বৈশাখ মাস।


@@@@@@@@@@@@@@@@@@


আগামী দুদিন আমার বিশেষ কিছু অসুবিধার
জন্যে আবার ১৮/০৪/২০২২ তে ১৭৭৫ তম
লেখা পোস্ট করবো।অনিচ্ছাকৃত এই সিদ্ধান্তে
আপনার সহযোগিতা কাম্য।