হাতের অক্ষরগুলো সাজানো হল না
বেসামাল মদ্যপের মত অবিরাম
মস্তিস্কে ছোটাছুটি, উত্তর মিলছে না।


দু একবার ভুমি কম্পনের ভীতিটা
থাকে বহুদিন। অতলে যাই না বলে
বুঝি না কাঁপুনির আকর্ষণ রীতিটা।


সামাজিক বুদ্বুদ খবর হয়, কিন্তু
কাগজের পাতা হতে হারানো চরিত্র!
পাশবিক বিচারেতে আমরাও জন্তু।


মাথার শিরায় কেন্দ্রীভূত লেখা কথা,
শিরঃপীড়ার দংশনে মূল্য যদি পায়
হয়তো গড়তে পারে নতুন কবিতা।


তাই ঘুরে মরে মন লেখনীর মোহে ,
তবু মায়া বা মোহ ধরা দেবার নয়,
শূন্যতার মাঝে তাই দিন গুণি গেহে।